অবাধ্য মন
অনেকদিনের পর হটাৎ করে তোর ডাক
অবাক করল আমায় রুদ্ধ করল বাক ;
এতো সত্যি করেই তুই !
তোর মুখের অনাবিল অপরিবর্তন ,
ঠোঁটের ওপর তিল , কথা বলার ধরন
পাল্টায়নি কিছুই ,
তোর হাসি , তোর লজ্জায় রাঙ্গা গাল ,
থেমে যাওয়া কথা আর ঘামে ভিজে কপাল ,
আমার শুধু তাকিয়ে থাকা ।
রাগ অভিমানের পাহাড় জমে আমার মনে ,
এক লহমায় ভেঙ্গে গেল সব সঙ্গোপনে
ঠোঁটে হাসির রেখা ।
আমার উপহারের খাম ,
নিতে চাওয়ার সংকোচ বেমানান ,
ঘার নেড়ে যত্নের আস্বাস
আবার দেখা হবার বিশ্বাস ;
আমায় রাস্তা মনে করানোর ছলে
নিজের রাস্তা লুকিয়ে রাখার চেষ্টা ,
ভুলে গেলেই হয়তো বেশি ভাল হত ,
বাধ্য হয়ে থেকে যেত অবাধ্যতার রেশ টা ।
বিদায় নিলাম মনে মনে হেসে , এই ভেবে -
তোর মনের বয়েস বাড়েনি এখনও ,
ছোটই রয়েছে দুষ্টু-মিষ্টি মনোভাবে ।
তাইতো তোকে এতো ভালো লাগে ,
মন শোনেনা আমার কোন বারন
শুধু তোরই ছবি আঁকে ।
নীল
0 comments:
Post a Comment