Wednesday, 13 September 2017



তথ্য - পারিজাতঃ    ১০ই সেপ্টেম্বর, রবিবার, ২০১৭ বর্ধমান শহরের 'জাগরী' সভাকক্ষে 'পারিজাত                                         সাহিত্য পত্রিকা'-র শারদ-সংখ্যা প্রকাশিত হল, যেটা ফেসবুক দিয়ে শুরু করে ২০১৬ প্রথম বর্ষের শারদীয়া সংখ্যা প্রকাশের মধ্যে দিয়ে জয়যাত্রা শুরু করেছিল ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ও লেখিকা ড সৈয়দ তনবীর নাসরিন, পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগের
সহ-অধিকর্তা শ্রী অরবিন্দ সরকার, গবেষক ও লেখক শ্রী শিবানন্দ পাল এবং প্রাচীন বর্ধ্মান গবেষক শ্রী নিরোদবরণ সরকার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন 'পারিজাত সাহিত্য পত্রিকা'-র মুখ্য উপদেষ্টা ও বর্ধ্মানের কবি-সাহিত্যিক শ্রী তপন জ্যোতি চৌধুরী এবং উপস্থিত
ছিলেন আরও অনেক বিশিষ্ট বেক্তিত্ব।

পত্রিকার সম্পাদকমন্ডলীর শ্রী সব্যসাচী নাথ, অতনু নন্দী ও সৌমী শাঁখারী আগামী প্রজন্মের বার্তাবহক বলে পারিজাতকে আখ্যা দিয়েছেন।

১৮ জন কবি-সাহিত্যক কে 'পারিজাত সাহিত্য রত্ন-২০১৭' সম্মান স্মারক-পত্রিকার 'রূপকার সম্মান স্মারক'-'২০১৭ সেরা' ফেসবুক লাইক কমেন্ট
সম্মান স্মারক প্রদান করা হয়।

আরও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বিশেষ ছয় ঘন্টা নতুন কবি-সাহিত্যিকদের
এক নতুন দিনের উপহার দেয় নতুন ভাবে।

0 comments:

Post a Comment

Join With Us

New philosophy of Poems of Love

New philosophy of Poems of Love
NIL KOBITAR KHOJE

Total Pageviews

Followers

POET behind the popularity

POET behind the popularity
AWAKEN DREAM

Jawl Phoring By Anupam Roy Original Track

Popular Posts