স্বাধীনতার আটষট্টি
_____________________________
স্বাধীনতার পেরিয়ে গেল আটষট্টি বছর,
স্বাধীন হবার নানা রঙ্গে মেতে ওঠে শহর।
এখানে-ওখানে উড়ছে পতাকা সেও স্বাধীন হবে;
স্কুলের থেকে ছেলেরা সব ফিরছে লাড্ডু হাতে,
জিগেস করলে বলে,লাড্ডু পেয়েছি বিনা পয়সায়
কেন জেনে কি হবে!
স্বাধীন হবার নানা রঙ্গে মেতে ওঠে শহর।
এখানে-ওখানে উড়ছে পতাকা সেও স্বাধীন হবে;
স্কুলের থেকে ছেলেরা সব ফিরছে লাড্ডু হাতে,
জিগেস করলে বলে,লাড্ডু পেয়েছি বিনা পয়সায়
কেন জেনে কি হবে!
ময়দানে মঞ্চ করে মন্ত্রিগন দিচ্ছে ভাষন,
স্বাধীন হয়েছে পরাধিনতা,আপনারা আর পরাধিন নন
বন্ধুগন, হয়েছিল যে স্বাধীনতার বিসর্জন
পরাধিনতার হাত বারিয়ে নতুন করে করি তার আগমন।
স্বাধীন হয়েছে পরাধিনতা,আপনারা আর পরাধিন নন
বন্ধুগন, হয়েছিল যে স্বাধীনতার বিসর্জন
পরাধিনতার হাত বারিয়ে নতুন করে করি তার আগমন।
চারিদিকে মাইক-গুলো চিৎকার বলছে স্বাধীন-বানি,
স্বাধীনতার পরাধিনতায় মানুষ হয়েছে সাবধানি।
উলঙ্গ রাজাকে উলঙ্গ বললে, কি হবে কি জানি!
যদি নেয় গর্দান! তার থেকে ভালো, রাজা নয় কালো
উলঙ্গ হয়ে লাগছে আরও সুন্দর,আমরা সবাই মানি।
আপনি বাঁচলে বাপের নাম,আমরা সবাই জানি।
স্বাধীনতার পরাধিনতায় মানুষ হয়েছে সাবধানি।
উলঙ্গ রাজাকে উলঙ্গ বললে, কি হবে কি জানি!
যদি নেয় গর্দান! তার থেকে ভালো, রাজা নয় কালো
উলঙ্গ হয়ে লাগছে আরও সুন্দর,আমরা সবাই মানি।
আপনি বাঁচলে বাপের নাম,আমরা সবাই জানি।
অশোক-চক্র পড়েছে বাদ পতাকার সাদা থেকে,
চন্ডাশোকের শাস্তি দিচ্ছে যেন,
কখনও লাল কখনও সবুজ কখনও বা পদ্ম এঁকে।
মাথায় বেঁধে পতাকার ফেটি মিছিল শহর-গ্রামে,
নিশানায় বাঁধা পরাধিনেরা স্বাধীনতার নামে।
চন্ডাশোকের শাস্তি দিচ্ছে যেন,
কখনও লাল কখনও সবুজ কখনও বা পদ্ম এঁকে।
মাথায় বেঁধে পতাকার ফেটি মিছিল শহর-গ্রামে,
নিশানায় বাঁধা পরাধিনেরা স্বাধীনতার নামে।
স্বাধীনতার পেরিয়ে গেল আটষট্টি বছর,
আমরা নাকি স্বাধীন হয়েছি,
কাগজে শুধুই স্বধীন হবার খবর।
আমরা নাকি পরাধিনিতার দিয়েছি বিসর্জন,
পরাধিনতায় মড়োক দিয়েছি স্বধীনতার মতন।
একি সত্যিই স্বধিনতা!
না স্বধীনতার কালোবাজারিতে শুধুই পরাধিনতা?
আমরা নাকি স্বাধীন হয়েছি,
কাগজে শুধুই স্বধীন হবার খবর।
আমরা নাকি পরাধিনিতার দিয়েছি বিসর্জন,
পরাধিনতায় মড়োক দিয়েছি স্বধীনতার মতন।
একি সত্যিই স্বধিনতা!
না স্বধীনতার কালোবাজারিতে শুধুই পরাধিনতা?
_______________________________________
নীল
নীল
0 comments:
Post a Comment